পদ্মা নদীতে ধরা পড়লো বিশাল আকৃতির বাঘাআইড়

ডেস্ক রিপোর্ট //রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির এক বাঘাআইড় মাছ।২৪ জুন বুধবার ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ওসমান হালদার নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৯৭৫ টাকা কেজি দরে কিনে নেন। এতে পুরো মাছটির দাম পড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানায়, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। বুধবার ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে ওসমান হালদারের জালে ১৮ কেজি ওজনের এক বিশাল বাঘাইড় মাছ ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য ওসমান নদীর পারে আনলে ৯৭৫ টাকা কেজিতে কিনে নিই। পরে ঢাকায় এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় ধরণের মাছ পাওয়া যাবে। তবে এবার এত বড় বাঘাইড় মাছ এই প্রথম জেলেদের জালে ধরা পড়ল। সাধারণত কৌনা ও ফাইস্যা জালে এ ধরনের বড় মাছ ধরা পড়ে।”

Facebook Comments

About Sm Sohage

Check Also

এসএসসি পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

আজকের শরীয়তপুর প্রতিবেদক: এস এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে শরীয়তপুরের …

কপি না করার জন্য ধন্যবাদ।