জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ- সর্ব যুগের সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা  হয়েছে।গত ১৭ মার্চ রবিবার সকাল ১০ টায় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় শিশু দিবস ও জাতির জনকের ৯৯ তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল।এ উপলক্ষে ১০ টায় হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। পারভীন হক সিকদার এমপির নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী , শিক্ষক, মুক্তিযোদ্ধা ও জনসাধারণ এর অংশ গ্রহণে র‌্যালী শুরু হয়ে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পারভীন হক সিকদার এমপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শীর্ষস্থানীয় শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার (জেড. এইচ. সিকদার), বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক এর পরিচালক মনোয়ারা সিকদার। এ সময় পারভীন হক সিকদার এমপির পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে শিশু খাবার, ব্যাগ বিতরণ  করা হয়। অনুষ্ঠানে সদরঘাটে নৌ দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন পারভীন হক সিকদার এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সব শেষে নব নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা এমপি পারভীন হক সিকদার কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে বিশ্ব পানি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   ‘শান্তির জন্য পানি’ প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের …

কপি না করার জন্য ধন্যবাদ।