ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হোন্ডা আনারসে হাড্ডাহাড্ডি লড়াই

মাসুম তালুকদার:

 

প্রথম ধাপে ৮ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদের প্রার্থী,  পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না-থাকায় বিনা ভোটেই নির্বাচিত হয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান।

তবে এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় ভোটাররা ভোট কেন্দ্র গিয়ে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে।

২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকেই নিজেকে বিজয়ী করার লক্ষ্যে জোরে শোরে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ও হোন্ডা প্রতীকের হুমায়ুন কবির মোল্লা।

এলাকার উন্নয়ন, সুখে দুখে জনগণের পাশে থাকা সন্ত্রাস মাদক মুক্ত সমাজ গঠন সহ ভোটারদেরকে দিচ্ছেন নানাধরণের প্রতিশ্রুতি। উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন ঘুরে দেখা যায় আনারস ও হোন্ডা প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে বাজার ঘাট চায়ের দোকান। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মাঠ গোছাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রর্থীরাও। ভোটের মাঠে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকের আসাদুজ্জামান জামান রাড়ী, টিউবওয়েল প্রতীক নিয়ে মো: ফয়সাল আহমেদ, মাইক প্রতীক নিয়ে মো: আজহারুল ইসলাম গাজী, তালা-চাবী প্রতীক নিয়ে আজহারুল ইসলাম সিকদার।

ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে আফসানা আহমেদ বেপারী, কলস প্রতীক নিয়ে ‍চিনু মান্নান, ফুটবল প্রতীক নিয়ে আকলিমা বেগম লিপি সরদার, বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে রোকসানা আনোয়ার।       

৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ের আশা নিয়ে আনন্দমুখর পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।      

উল্লেখ্য আগামী ৮ মে প্রথম ধাপে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৯০৬ জন এবং নারী ভোটার ১ লাখ ১১ হাজার ১৬৭ জন। মোট ৮০টি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জে যুবদল সভাপতির তিন শতাধিক গাছ কেটেছেন আ.লীগ কর্মী

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আওয়ামী লীগ কর্মী সেলিম মোল্যার ভাই যুবদলের একটি ইউনিটের সভাপতি। দেশের বৃহৎ …

কপি না করার জন্য ধন্যবাদ।