স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরে মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে, শরীয়তপুরের জেলা প্রমাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরাসরি গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা দ্বিতীবারের মত ৫০ টি মসজিদের একযোগে উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার এবং শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর সভার মেয়র এড. পারভেজ রহমান জন শরীয়তপুরে উপস্থিত থেকে উদ্বোধনে অংশগ্রহণ করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের সকল উপজেলা এবং জেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মান করা হচ্ছে। উক্ত কমপ্লেক্সে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা সহ লাইব্রেরী, গবেষণা ও বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। উক্ত কমপ্লেক্স থেকে ইসলাম প্রচার-প্রসার ও ধর্মীয় সংস্কৃতিকে শিক্ষা প্রদান ও প্রচার করা হবে।
Facebook Comments