বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভেদরগঞ্জ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

আশিকুর রহমান হৃদয়:

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম বকাউল।

১৪ মে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম গাজী ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর দুপুর ১২ টায় বনানী কবরস্থানে প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাকের কবরে শ্রদ্ধা নিবেদন ও ওয়াসেল কবির গুলফাম বকাউলের বাবা মায়ের কবরে দোয়া ও মোনাজাত করেন।

৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয় ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম। ৮০ টি কেন্দ্রের ৬৩৯ টি কক্ষে আনারস প্রতীকের প্রার্থী ওয়াছেল কবির গুলফাম ৬০ হাজার ৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির মোল্লা পায় ৪২ হাজার ৫২৫ ভোট।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুর হাসপাতালে নার্স-কর্মচারীদের মারধর, প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের পাঁচ কর্মচারীকে এক রোগীর স্বজনরা মারধর করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।