আশিকুল করিম (সাজিম) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।

আশিকুল করিম (সাজিম) পিতাঃ মোঃ রেজাউল করিম, মাতাঃ নাজমিন করিম আসমা, গ্রামঃ বাসগ্রাম, ডাকঘরঃ দুর্বাচারা, উপজেলাঃ কুমারখালী, জেলাঃ কুষ্টিয়া। সে ৬০ নং রাড়ী বাড়ী গৈড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেদরগঞ্জ, শরীয়তপুর থেকে ২০১৮  সালে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে GPA – 5 পেয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৫৮০। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।ভবিষ্যতে আশিকুল করিম (সাজিম) বিসিএস (প্রশাসন) ক্যাডারে অংশগ্রহণ করতে ইচ্ছুক।শুভেচ্ছান্তেঃ নানা-নানী,দাদা-দাদী, বাবা-মা, চাচা-চাচী, মামা-মামী, ভাই-বোন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বিমসটেক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন। ৩০ মার্চ …

কপি না করার জন্য ধন্যবাদ।