শরীয়তপুরকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলা হবে- পারভীন হক সিকদার এমপি

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ– শরীয়তপুরকে সিঙ্গাপুরের মতো গড়ে তোলা হবে। এখানকার মানুষের কোন দুঃখ দুর্দশা থাকবেনা। জেলার সকল শ্রেণি পেশার মানুষের কল্যানে যুগোপযোগী কর্মসুচী গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। মিসেস পারভীন হক সিকদার বলেন-  আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। গণ মানুষের ভালোবাসা নিয়ে আমি বড় হয়েছি । মানব সেবা আমার ব্রত। মানবিক মুল্যবোধকে আমি প্রাধান্য দিয়ে থাকি। ইচ্ছা করলে সুখ সাগরে ডুবে থেকে এ জীবন অতিবাহিত করতে পারি। এতে কোন পিছুটান অনুভব হবেনা। জনসেবা একটি স্পর্ষকাতর কর্ম। এটা করতে সুখ শান্তি বিসর্জন দিতে হবে। গণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে ধুপ হয়ে জ্বলে জ্বলে গন্ধ বিলাতে হয়। এ কাজ অতি কষ্টকর। মানুষের সাধ নিজের ক্ষুদ্রতম সাধ্য দিয়ে পুরণ করা চ্যালেঞ্জের ব্যাপার। সব কিছু জেনে এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমি কাজ করে যাচ্ছি। ভোগ বিলাসে আমি বিশ্বাসী নই। মাটি ও মানুষের ভালোবাসা চলার পথের পাথেয়। এ ভালোবাসা নিয়ে বেচে থাকতে চাই। সকলের সহযোগীতা পেলে আমার মনোবাল চাঙ্গা হবে। আমি আপনাদের সহযোগীতা চাই। আমাকে সহযোগীতা করুন আমি সর্ব শক্তি দিয়ে আপনাদের উন্নয়ন অগ্রগতির পথে নিয়ে যাবো।

গত ১৬ মার্চ শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামীগ ভেদরগঞ্জ উপজেলা কার্যালয়ে এক মত বিনিময় সভায় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পারভীন সিকদার এমপি আরো বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম দেশের জন্ম হতোনা। ইতিহাসের রাখাল রাজা জাতির জনক শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর হৃদয়ে চির অমলিন ভাষ্বর হয়ে থাকবে। তিনি বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধূ মানে বাংলাদেশ। বঙ্গবন্ধূ ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন যারা বঙ্গবন্ধুকে মানতে পারেনা তাদের এ দেশে থাকার কোন অধিকার নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে পারভীন হক সিকদার এমপি বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ঘোষণা করে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন। প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা মধ্যম  আয়ের দেশের কাতারে পৌছে যাবো। তাই দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধূর আদর্শে গঠিত বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত থেকে বক্তব্য করেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনলবর্ষি বক্তা গণ মানুষের নেতা বাবু অনল কুমার দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।

Facebook Comments

About Sm Sohage

Check Also

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার  শেখ রাশেদউজ্জামান  এর বিদায় সংবর্ধনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: ১০ এপ্রিল সোমবার ২০২৩ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, শরীয়তপুর জেলার আয়োজনে নড়িয়া …

কপি না করার জন্য ধন্যবাদ।