ইতালি থেকে ঢাকায় এসে ডেঙ্গুতে মারা গেলেন ভেদরগঞ্জের হাফসা লিপি

জান্নাতুল শাহানাজ, ভেদরগঞ্জ, প্রতিনিধি// স্বামী-সন্তান নিয়ে ইতালি থেকে দেশে বেড়াতে এসেছিলেন হাফসা লিপি (৩৪) নামের এক প্রবাসীর স্ত্রী। এরপর আর সেদেশে ফিরে যেতে পারলেন না তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার (৫ আগস্ট) রাতে মৃত্যু হয় তার।

তিনি চার দিন ধরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাফসার স্বামী সর্দার আব্দুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

সাত্তারের বড় বোন ডা. নুরুন্নাহার বলেন, ‘ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন তার ভাই। তার অসুস্থতার মধ্যেই হাফসার জ্বর আসে। গত ২৮ জুলাই এনএস১ পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু আমার ভাই বাসায় অসুস্থ বলে হাফসা স্বামীর সঙ্গে বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে তার অবস্থা খারাপের দিকে গেলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। ওইদিনই তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।’

৬ আগষ্ট বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।