আজকের শরীয়তপুর প্রতিবেদক:
“জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিজয়ের মাসে জন্মনিবন্ধন উৎসব হিসেবে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২২ বেলা ১২টায় উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাপ্তি হয়।
পরে পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের হলরুমে পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পূর্ব ডামুড্যা ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কামরুনাহার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার উজ্জ্বল সরদার, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফয়সাল পাল, বাদশাহ মাঝীসহ ইউনিয়নের সকল মেম্বার, সচিব, ইমাম , শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, সারা দেশের ন্যায় শরীয়তপুরের ডামুড্যার প্রতিটি ইউনিয়নের আজকের এই ক্যাম্পেইন টা সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে করা হচ্ছে, এই কাম্পেইনের মধ্যেমে আমরা জনগনকে জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং ইউনিয়ন পরিষদে এসে যেন জন্ম ও মৃত্যু নিবন্ধন টা করতে পারেন সে বিষয়ে অবগত করা। ১ থেকে ৪৫ দিনের মধ্যে কোন শিশুর জন্মনিবন্ধন করতে কোন প্রকার টাকা লাগেনা বলেও জানান তিনি।
Facebook Comments