শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও নারীসহ ৩ জন আহত হয়েছেন।
২ ডিসেম্বর শুক্রবার ২০২২ সকাল ১১টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের ইউসুফ আলি সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ হামলায় আহতরা হলেন মোসাঃ নাসরিন (৩৭) নাসির উদ্দীন মাদবর (৭০) রাসেল মাদবর (৩৪)। আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে শফিউদ্দিন মাদবরের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে শফিউদ্দিন মাদবর প্রায় ২০ থেকে ৩০ জন ভারাটে সন্ত্রাসী নিয়ে নাসির উদ্দীনের জমি দখল করতে যায়। নাসির উদ্দিন বাধা দিলে শফি উদ্দিনের উপস্থিতিতে তার ছেলে আসাদুজ্জামান হিরু(৩৫), মুন্নী (৪৫), অভি(২০), কাকলি (৩৮), মজিতন নেছা(৫০)  হামলা করতে উদ্দ্যত হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শফি উদ্দিনের লোকজন দেশিয় অস্ত্র চাপাতি, শাবল ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মহিলাসহ ৩ জন আহাত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

এ বিষয়ে নাসির উদ্দীন বলেন, আমি জমির মালিক ও ভোগদখলে আছি। এই জমি ভারাটে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে আসলে বাধা দেওয়া হয়। পরে আমাদের লোকদের উপর অতর্কিত হামলা চালায় শফি উদ্দিন ও তার লোকজন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে হামলাকারীরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: “অন্তর্ভক্তিমূলক উন্নয়নের জন্য পরির্বতনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” …

কপি না করার জন্য ধন্যবাদ।