গোসাইরহাটে প্রথমবারের মত করোনা আক্রান্ত ২জন, জেলায় নতুন ৪জন মোট ৩৯

আঃ বারেক ভুইয়া, শরীয়তপুর প্রতিনিধি// আজকে মোট প্রাপ্ত পজিটিভ নতুন রোগী চার (০৪) জন। দুজন পুরুষ এবং দুজন মহিলা। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগির সংখ্যা ৩৯ জন। শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস আজ ০৪ মে সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্তদের মধ্যে গোসাইরহাট উপজেলার ইদিলপুর এবং আলাওলপুর ইউনিয়নের ২টি স্যাম্পলের ফলাফল COVID-19 পজিটিভ এসেছে। শরীয়তপুর সদরের চিকন্দি ইউনিয়নের ১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ। আক্রান্ত ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ।
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৮২১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৭০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।