দেশের জলবায়ু পরিবর্তন রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  – পুলিশ সুপার আব্দুল মোমেন

 আব্দুল বারেক ভূঁইয়া// বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এমএসএফ) এর শরীয়তপুর জেলা শাখার আয়োজনে অষ্টম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে বৃক্ষরোপন ও ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন দেশের জলবায়ু পরিবর্তন রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
৬ জুন শনিবার বেলা ১১.০০ টায় শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আয়োজনে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সাংবাদিক এম.এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক বি.এম ইসরাফিল এর উপস্থাপনায় বৃক্ষরোপন ও ফল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম পাইলট, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শেখ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, আজকের শরীয়তপুর প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক টি.এম গোলাম মোস্তফা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শহিদুজ্জামান সহ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বৃক্ষ রোপন ও ফল উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের সকলের মিলে মিশে কাজ করতে হবে। বৃক্ষরোপন করে দেশের জলবায়ু পরিবর্তন রক্ষায় আমাদের সকলের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এমএসএফ) বৃক্ষরোপনের যেই উদ্যোগটি নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভালো কাজ। তাই আমাদের প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কে ধন্যবাদ জানাচ্ছি। বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম পাইলট বলেন, আমাদের বৃক্ষরোপন কর্মসূচি সারা বাংলাদেশে মাস ব্যাপি চলবে এর ঐ ধারাবাহিকতায় শরীয়তপুর সদর হাসপাতাল ও উপজেলা চত্ত্বরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মাস ব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। সবশেষে উপস্থিতিদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষ চারা বিতরণ ও মৌসুমী ফল আম, কাঠাল, আনারস, লটকন ইত্যাদি খেয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।