নির্বাচন নিজের হাতে তুলে নেবেন না-নির্বাচন কমিশনার

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ

নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেছেন, নির্বাচন নিজের হাতে তুলে নেবেন না। জনগণ কেন্দ্রে আসবে। নিজের ভোট নিজে দেবে।

৭ নভেম্বর রোববার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) বলেন, নরসিংদীর স্থানীয় নাগরিকরা চাইলেই এখানকার সংঘাত, সংঘর্ষ, টেঁটাযুদ্ধ ইত্যাদি বন্ধ করা সম্ভব। আগামী ১১ নভেম্বরের নির্বাচনের জন্য জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ আমরা তৈরি করেছি।

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, ভোটকেন্দ্র দখল করে কোনও প্রচার প্রচারণা চালানো যাবে না। নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে যাবে, ভোট দেবে। যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোট যার যার অধিকার, এ অধিকার নষ্ট হতে দেওয়া হবে না। নির্বাচন কেউ নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ খুঁজবেন না। সকলের সহযোগিতায় ১১ নভেম্বর সুষ্ঠু নির্বাচন আশা করছি।

নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ আহদেন প্রমুখ।সভায় কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বীদের বক্তব্য শুনে পরামর্শ দেন।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর নরসিংদী সদরে দুটি এবং রায়পুরায় ১০টি ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাসে রায়পুরার পাড়াতলী ইউনিয়নে দুজন, এর পাঁচদিনের মাথায় আরও একজন এবং চলতি মাসের ৩ নভেম্বর সদর উপজেলার আলোকবালীতে নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু হয়।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ফকির নজরুল ইসলাম চিশতি: শরীয়তপুরে সম্মিলিত সামাজিক আন্দোলন জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ২৪ …

কপি না করার জন্য ধন্যবাদ।