“মহিষার ফাউন্ডেশন” এর খাদ্য সামগ্রী বিতরণ ও কমিটি ঘোষণা

ভেদরগঞ্জ প্রতিনিধি// ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহিষার গ্রামে একদল মানবতার ফেরিওয়ালা, সুশিক্ষিত, পরিচ্ছন্ন মানুষ মিলে গড়ে তুলেছে একটি সামাজিক সংগঠন “মহিষার ফাউন্ডেশন”। এই সংগঠনটি করোনা ভাইরাস সচেতনায় সাধারনণ জনগনের মাঝে সাবান ও মাস্ক বিতরন এবং মাইকিং করেছিলো । ইতিমধ্যে ২২/০৫/২০২০ ইং তারিখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের এই ক্রান্তিলগ্নে ২৫০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌছে দিয়েছে। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নাহিম রাজ্জাক। আরো উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নিবাহী অফিসার জনাব তানভীর আল নাসীফ। শরীয়তপুরের সার্কেল এস পি আমিনুর রহমান।ভেদরগঞ্জ থানার ওসি জনাব নজরুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল। মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম সিকদার । রফিকুল ইসলাম মিয়া। মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া। সাবেক চেয়ারম্যান জনাব আমির হোসেন সরদার। মহিষার দিগম্বরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শাহালাম হাওলাদার। মহিষার ফাউন্ডেশনের সাবেক আহ্বায়ক বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জনাব মসিউর রহমান ফোরকান শেখ । মহিলা মেম্বার কল্পনা আক্তার। মহিষার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য শাহালম হাওলাদার, মইনুল হোসেন মোড়ল, আলী নেওয়াজ চৌকিদার, সিপন হাওলাদর, আক্তার হোসেন শেখ, সোহেল চৌকিদার, নুরুল হক মোড়ল, রাসেল বেপারী, সঞ্জয় চন্দ্র দাস, এপোলো চৌকিদার,জাহাঙ্গীর সরদার, নজরুল বেপারী, মিতুল সিকদার, মিঠু হাওলাদার, টিটু সিকদার, বাবু হাওলাদার, আলআমিন গাজী, আলআমিন কিবরিয়া, সফিক শেখ, সজল মাল, তারেক ছৈয়াল, কৃষ্ণ, শেখ শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। আজকের খাদ্য সামগ্রী উপহারকে সাফল্য মন্ডিত করতে সার্বিক সহায়তা করেন জনাব এম এম মিজানুর রহমান নুতন। শুধু দেশের এই দুঃসময়েই নয় আগামীতেও মেধাবীকে সহায়তা, ক্ষুধার্তকে অন্ন দান, দরিদ্রকে বাসস্থান, বেকারকে কর্ম দান সহ সকল প্রকার মানবিক সামাজিক কাজে মহিষার গ্রামের মানুষের পাশের থাকার অঙ্গীকার গ্রহণ করে। ২২ মে ২০২০ তারিখ মোক্তার হোসেন মোড়ল কে সভাপতি ও মসিউর রহমান ফোরকান শেখ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য কমিটি ঘোষণা করে এই সংগঠনটি।

Facebook Comments

About Sm Sohage

Check Also

ভেদরগঞ্জের মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর এলকার সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর

ইরিনা ইসলাম শিলা: ভেদরগঞ্জের মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর এলাকার সার্বিক …

কপি না করার জন্য ধন্যবাদ।