শরীয়তপুরে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৮০

আজকের শরীয়তপুর ডেস্ক : শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক নারীসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নড়িয়া পৌরসভায় তিনজন, শরীয়তপুর পৌরসভায় একজন, জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নে একজন, সেনেরচর ইউনিয়নে একজন ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের একজন রয়েছেন।

সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের তিনজন ও সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের দুইজন। বৃহস্পতিবার (২১ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ৮০ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ৩২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় দুই হাজার ৩১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনা আক্রান্ত মোট ৮০ জন। আর করোনায় মারা গেছেন তিনজন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।