ভেদরগঞ্জে নদী রক্ষায় মানববন্ধন

আশিকুর রহমান হৃদয়:  নদী বাচাঁও পরিবেশ বাচাঁও দেশ বাচাঁও এ শ্লোগান কে সামনে রেখে ০৪ জুন রোববার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ  উপজেলা পরিষদের সামনে  বাজার সংলগ্ন খালে একাধিক বাঁধ খুলে পানি প্রবাহ সচল করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী, স্থানীয় কৃষক, সাধারণ জনগণ ও নানা শ্রেণি পেশার লোকজন।

এ সময় সচেতন নাগরিক সমাজ স্থানীয় কৃষক, সাধারণ জনগণ ও নানা শ্রেণি পেশার লোকজন ভেদরগঞ্জ বাজার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল শুরু করে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে সমবেত হন। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এর নিকটি একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভেদরগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী উপজেলা পরিষদের সামনে দিয়ে অতি প্রাচীন একটি খাল প্রবাহিত হয়ে নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার, ডিংগামানিক, চামটা,ফতেজঙ্গপুর, বিঝারী, ভোজেস্বর, ধামারন এলাকার হাজার হাজার হেক্টর জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল। কিন্তু দীর্ঘ এক বছর হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সরকারিভাবে বরাদ্দের ওয়াক ওয়ে নির্মান করতে গিয়ে খালে বাঁধ দিয়ে কৃষকদের বোরো, ইরি ধান সহ নানা রকম ফসল পানির অভাবে ফসল নষ্ট হচ্ছে। কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরিফ হাওলাদার বলেন, এই খালের প্রসস্ততা কমিয়ে এমন সৌন্দর্যের কোন দরকার নেই।  পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় পানি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে পানি পচে গন্ধ হয়ে পরিবেশ দুষন হয়ে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে।   হাজার হাজার হেক্টর জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। দ্রুততার সাথে এই খালের বাঁধটি খুলে না দিলে সাধারণ জনগণ আরো কঠোরভাবে পদক্ষেপ ও আন্দোলনে নামবে। খাল দখলদারীদের বিশেষ সুযোগ করে দিতেই এই ওয়াকওয়ে নির্মান করা হচ্ছে।পাশাপাশি পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় পানি পচে গন্ধ হয়ে পারিবেশ দুষন হয়ে বড় ছোট সকল শিশুদের বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনের বিষয়ে রফিক মোল্লা বলেন, ভেদরগঞ্জের এই খালটির প্রসস্ততা ঠিক রেখে উন্নয়ন প্রকল্প করার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন। সরকারি প্রকল্পের ঠিকাদার উপজেলা চেয়ারম্যান হুমায়ূন মোল্যাকেও বিষয়টি একাধিক বার জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। আগামী ২৪ ঘন্টার মধ্য খালের বাঁধ ছেড়ে না দিলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো।

এছাড়াও নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল শুক্কুর খান তার বক্তব্যে বলেন, শুধু ভেদরগঞ্জ নয় এই খালটি দিয়ে আমাদের নড়িয়া উপজেলারও প্রায় এক হাজার কৃষকের ভাগ্য পরিবর্তন হয়।  ধান চাষ  করতে গেলে কিছু সময় পানি প্রয়োজন হয় সেই পানি আজকে এক বছর যাবত বন্ধ রয়েছে। তাই আমাদের ফসল ফলানো কষ্ট হচ্ছে।  আমরা দ্রুততার সাথে খালটির বাঁধ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আমাদেরকে বলে থাকেন এবং আমাদের নজর দিয়ে থাকেন আমাদের উপর প্রধানমন্ত্রীর দোয়া ও ভালোবাসা থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদু্ল্লাহ আল মামুন বলেন, মানববন্ধনকারীদের কাছ থেকে আমি একটি  স্মারক লিপি পেয়েছি। সরকারি প্রকল্পের এই কাজটি করতে গিয়ে খালে বাঁধ দেওয়া প্রয়োজন ছিল তাই ঠিকাদার সেইখানে বাঁধ দিয়েছে। ঠিকাদারের কাজটি করতে একটু সময় লাগার কারণে খালে বাঁধটি খুলে দেয়া হয়নি।  তবে আগামী এক সপ্তাহের ভিতরে এই খালের বাঁধ খুলে দেওয়া হবে বলে আমি আশ্বস্ত করলাম।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে সৈয়দা সাজেদা চৌধুরীসহ আওয়ামীলীগের তিন নেতার স্মরণে দোয়া ও মিলাদ

আজকের শরীয়তপুর ডেস্ক: কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, …

কপি না করার জন্য ধন্যবাদ।