রাতের আঁধারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করলেন কডার বাজারের মফিজ মিয়া

শরীয়তপুর প্রতিনিধিঃ// শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের দক্ষিণ কেবল নগর কডার বাজারের মোঃ মফিজ আকন ওরফে মফিজ মিয়া (৬০) নামে এক অসাধু গরু ব্যবসায়ী অসুস্থ গরু রাতের আঁধারে নিজ বাড়ীতে জবাই করে মাংস বাজারজাত করেছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থ গরুর মাংস বাজারজাত করণ কে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান। সরজমিন ঘুরে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মফিজ মিয়ার দীর্ঘদিনের অসুস্থ গরু গত ২৪শে নভেম্বর রবিবার রাতের আঁধারে নিজ বাড়ীতে জবাই করে অটো ভ্যান যোগে আশপাশের বাজারে মাংস বাজারজাত করেছেন বলে জানা গেছে। জাজিরা পৌরসভার ২নং ওয়ার্ড আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের ছোহরাব মুন্সী নামে এক বৃদ্ধা জানান, গত ২৫শে নভেম্বর সোমবার জাজিরা বাজার থেকে আমার নাতনির জন্ম দিনের অনুষ্ঠানের জন্য মাংস ক্রয় করেছিলাম। জন্ম দিনের খাবার খেয়ে আমার পরিবারের শিশু সহ ১২ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.ও.ম ডাঃ রুমান হাসান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, গত ২৫শে নভেম্বর আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের একই পরিবারের শিশু সহ ১২ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। খাবারের পয়েজন অথবা মাংস ভাইরাস থেকে একই পরিবারের একাধিক লোকের ডাইরিয়া সমস্যা হয়েছে বলে মনে করি।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পড়ুয়া কিশোর গ্রেফতার

মোঃ নাসির খান: স্কুল পড়ুয়া দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণির …

কপি না করার জন্য ধন্যবাদ।