পৌর শহরের পুকুর ও জলাশয় ভরাট করা যাবে না – জেলা প্রশাসক কাজী আবু তাহের

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।// শরীয়তপুর পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করণ ও বিভিন্ন সমস্যা নিরসন বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, কোন কারণেই পৌর শহরের পুকুর ও জলাশয় ভরাট করা যাবে না। সাইফুর রহমান রাজ্জাকের উপস্থাপনায় পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল এর সভাপতিত্বে গত ২৬ শে নভেম্বর মঙ্গলবার শরীয়তপুর পৌর মার্কেটে সন্ধ্যা ৬ টায় পালং বাজার বনিক সমিতি ও ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছেন শরীয়তপুর পৌরসভা। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শেখ, পৌর প্রকৌশলী, প্যানেল মেয়র আলমগীর হোসেন, পালং বাজার সমিতির সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার আব্দুস সালাম বেপারী, পৌর কমিশনার সিদ্দিকুর রহমান চোকদার, পৌর কমিশনার মোতালেব হোসেন ঢালী, পৌর কমিশনার আঃ রশিদ, পালং বাজার প্রবীন ব্যবসায়ী আঃ রহমান কোতোয়াল সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। মত বিনিময় ও আলোচনা সভায় পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করণ, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা, পাকা বাথরুম নির্মাণ, পৌর শহরকে সিসি ক্যামেরা আওতায়ধীন সহ পৌর বিধিমালা মেনে চলার বিষয়ে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বক্তiরা অবগত করেন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।