ডি.এম খালী ইউনিয়নে ইলিশ ও জাটকা মাছ রক্ষার্থে সুশীল সমাজের মধ্যে জনসচেতনতা সভা আয়োজন

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভেদরগঞ্জ উপজেলার ২রা মার্চ  বুধবার ডিএম খালি ইউনিয়নে ইলিশ ও জাটকা মাছ রক্ষার্থে জেলে, আড়তদার,সুফলভোগী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের মধ্যে জনসচেতনতা সভা আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি পদ অলংকৃত করেছেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার । অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি এম খালী ইউনিয়নের  চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী । এছাড়া উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাধারণ /সংরক্ষিত সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী লিফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইলিম সম্পদ রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করনে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জের মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর এলকার সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর

ইরিনা ইসলাম শিলা: ভেদরগঞ্জের মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর এলাকার সার্বিক …

কপি না করার জন্য ধন্যবাদ।