শরীয়তপুরে যৌতুক না পেয়ে স্ত্রীর উপরে নিষ্ঠুর স্বামীর অমানবিক নির্যাতন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি// যৌতুক না পেয়ে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরকুমারিয়া ইউনিয়নে বাহেরচর কদমতলী গ্রামে শাহানাজ বেগম (৩৮) নামে এক নারীর উপরে দীর্ঘ দিন যাবত অমানবিক নির্যাতন করছেন স্বামী জসিম খাঁন। স্ত্রী শাহানাজ বেগম নির্যাতনের স্বীকার হয়ে স্বামী জসিম খাঁন এবং তার সহচরগণের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত সখীপুর শরীয়তপুর ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে ৩ ধারায় একটি মামলা দায়ের করেছেন। যাহার সি.আর নং-৭৭/২০২০। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায় গত ২ আগষ্ট রবিবার শাহানাজ বেগমের স্বামী জসিম খাঁন দুপুর বারটার দিকে যৌতুকের দাবীতে তার স্ত্রী শাহানাজ বেগমকে মারপিট ও অমানবিকভাবে নির্যাতন করলে এমতাবস্থায় মায়ের উপর বাবার অমানবিক নির্যাতন দেখে মেয়ে তাহামিনা আক্তার (১৫) এবং ছেলে তাওহিদ (১২) মাকে বাঁচাতে বাবাকে জড়িয়ে ধরলে নিষ্ঠুর বাবা ছেলে ও মেয়ের উপর শারিরীক নির্যাতন করে। শুধু তাই নয় মেয়ে তাহামিনা আক্তারকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে শাসরুদ্ধ করে প্রান নাশের চেষ্টা করে। প্রতিবেশীদের সহযোগীতায় তাহমিনা আক্তার প্রানে বেঁচে যায়। শাহানাজ বেগম গণমাধ্যমকে জানান প্রায় ১৮ বছর যাবত জসিম খাঁনের সাথে আমার বিয়ে হয়েছে। জসিম খাঁন বিভিন্ন সময় আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে, আমি টাকা এনে দিতে না পারলে আমার উপর, স্বামী জসিম খাঁন ও তার সহচরগণ শারিরীক ও মানসিক নির্যাতন করে। দুটি সন্তানের মমতায় জড়িয়ে এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রায় ১৫টি বছর যাবত স্বামীর নির্যাতন সহ্য করে আসছি। স্বামী জসিম খাঁন ঢাকায় একটি হোটেলে চাকুরী করেন। ব্যক্তি মাধ্যম জানতে পেরেছি, তিনি ঢাকায় আমার অজান্তে বিয়ে করেছে, আমি ও আমার সন্তানদেরকে সঠিকভাবে ভরণ পোষন দিচ্ছে না। আমি নিরুপায় হয়ে স্বামী জসিম খাঁন ও তার সহচরগণের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছি। স্বামী জসিম খান ও তার সহচরগণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Facebook Comments

About Sm Sohage

Check Also

‘দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল ষড়যন্ত্র করছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য …

কপি না করার জন্য ধন্যবাদ।