সখিপুর বালার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

আব্দুল বারেক ভূঁইয়া// শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বালার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য। ভেদরগঞ্জ উপজেলা সখিপুর বালার বাজার মহাসড়কে পাশে তাঁরাবুনিয়া মৌজার ২১৪৭নং খতিয়ানে এস.এস ১৮২৮নং দাগে মালিকানা ভূমি শ্রেণি কৃষি। যাহা বর্তমানে বি.আর.এস ১নং খতিয়ানে খাস, শ্রেণি নদী মালিক বাংলাদেশ সরকার। উক্ত ভূমি ১০২নং দলিল মূলে ২১৪৭নং খতিয়ানে এস.এস ১৮২৮নং দাগের পূর্বের ভোগ দখলের ভিত্তিতে ২৬ শতক জমি হইতে ১২ শতক ভূমির মালিক বলে মোসাৎ হালিমা খাতুন ও তার স্বামী বীর মুক্তিযোদ্ধা শাহজালাল সরকার স্থাপনা নির্মাণ করেন। গত ৮ আগষ্ট শনিবার বেলা ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য সহ উপজেলা ভূমি অফিসের উচ্ছেদ অভিযানকারী একটি দল সরকারি ভূমি পুনরুদ্ধারে ১৯৭০ এর ৫ ধারায় মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করে, অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। মোসাৎ হালিমা খাতুন ও তার স্বামী বীর মুক্তিযোদ্ধা শাহজালাল সরকার গণমাধ্যকে জানান, বিনা নোটিশে গত ৮ আগষ্ট শনিবার বেলা ১১ টার দিকে আমার নির্মাণকৃত দু’টি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। যাহার কারণে আমি আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছি।

Facebook Comments

About Sm Sohage

Check Also

‘দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল ষড়যন্ত্র করছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য …

কপি না করার জন্য ধন্যবাদ।