শরীয়তপুর পুলিশ লাইন্সে করোনা ভাইরাস প্রতিরোধে যোগ ব্যায়াম

আব্দুল বারেক ভূইয়া//৩০ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের উপস্থিতিতে যোগ ব্যায়াম অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার নিজেও এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা। করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ সারির যুদ্ধে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়া পুলিশ সদস্যদের মানুষিকভাবে চাঙ্গা রাখতে এবং ব্যায়ামের মাধ্যমে যাতে করে সকল পুলিশ সদস্যরা শারীরিকভাবে সুস্থ থাকে সেজন্যই এই যোগ ব্যায়ামের উদ্যোগ নেওয়া হয়েছে।

গণমাধ্যমকে পুলিশ সুপার জানান প্রতিদিন ভোর ৫ টা ৩০ মিনিট হতে সকাল ৭ টা পর্যন্ত এ যোগ ব্যয়াম অনুশীলন চলবে ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম, যোগ ব্যায়াম প্রশিক্ষক সরদার মুজিবুর রহমান ও যোগ ব্যায়াম প্রশিক্ষক বিশ্বজিৎ সাহা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments

About Sm Sohage

Check Also

বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।