শরীয়তপুরের সখিপুরে হত দরিদ্রের কার্ডের নামের তালিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ জন

আমান আহমেদ সজিব, সখিপুর // শরীয়তপুরের সখিপুরে উত্তর তারাবুনিয়া ছুরিরচর গ্রামে হত দরিদ্রের কার্ডের নামের তালিকা জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তর তারাবুনিয়ার ০১ নং ওয়ার্ডের মেম্বার হোসেন হাওলাদার ও হোসেন বেপারীর সমর্থকদের মাঝে এ সংঘর্ষ ঘটে। এ ব্যাপারে মেম্বার হোসেন হাওলাদার এর ভাই রুহুল আমিন হাওলাদার বলেন, ০২ মে শনিবার ইফতার ও নামায শেষে আমার ভাই হোসেন হাওলাদার মটর বাইক যোগে ছুরিরচর রাস্তার মাথায় চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে সময় হোসেন বেপারীর নেতৃত্বে ইউছুফ বেপারী (৪০), আলআমিন বেপারী (২৬, বাহাউদ্দিন বেপারী (২৫) সহ ২০ থেকে ২৫ জন লোক মিলে হোসেন হাওলাদারের মটর বাইক রাস্তায় থামিয়ে পিছন থেকে এলোপাথারি ভাবে ছুরি চাপাটি দিয়ে আমার ভাইকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করি। হোসেন হাওলাদার এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা হামলাকারীদের অপরাধের বিচার চাই। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে সাবেক মেম্বার মজিবুল হক বেপারী সাথে আলাপ করলে তিনি বলেন, আমি ঘটনার দিন সন্ধায় নদির উপার থেকে বাড়ীতে আসি পরে আমি শুনতে পাই মারামারি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পাই আমার ছেলে হাবিব বেপারী (৪০) সহ কয়েক জন লোকের সাথে হত দরিদ্রের কার্ডের তালিকা জমা নিয়ে কথা কাটাকাটি হয় মেম্বার হোসেন হাওলাদারের সাথে। এক পর্যায়ে হোসেন হাওলাদার তাদের কে অশালীন ভাষায় গালি দেয়। পরে আমার ছেলে সহ লোকজন মিলে মেম্বার হোসেন হাওলাদার কে ধাওয়া করলে মেম্বার হোসেন হাওলাদার দলবল নিয়ে হোসেন বেপারীর ও তার ভাই নিজাম বেপারীর বাড়ী ভাংচুর করে এবং মহিলাদের মারধর করে। হোসেন বেপারীর ভাই মোস্তফা বেপারীর স্ত্রী লুৎফুন্নেছা বলেন, ইফতার শেষে হঠাৎ হাওলাদার বাড়ীর লোকজন আমাদের বাড়ী ভাংচুর এবং আমাকে মারধর করে এমনকি আমার গায়ের কাপড় ছিড়ে ফেলে।আমরা হামলাকারীদের বিচার চাই। এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুস সরকার মুঠোফোনে বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন নিয়ে দুইপক্ষের পুর্বে থেকেই দ্বন্দ ছিল। তার জের ধরেই এ সংঘর্ষ সংঘটিত হয়। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, সংবাদ পেয়ে সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণকরে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত।মেম্বার হোসেন হাওলাদারের ভাই রুহুল আমিন হাওলাদার থানায় একটি মামলা করেছেন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে বের হয়ে গেল যুবকের নাড়িভুঁড়ি

সানজিদ মাহমুদ সুজন:   শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে সজিব …

কপি না করার জন্য ধন্যবাদ।