শরীয়তপুরের ডমুড্যা উপজেলায় অবৈধ ভাবে রোপনকৃত ধানের জমিতে চলছে মাছের ঘের খনন

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ

শরীয়তপার জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও হাওলাদার কান্দি গ্রামের ৮নং ওয়ার্ডস্থ ব্লক ম্যানেজার সিরাজ খানের বাড়ির উত্তর পাশে অবৈধ ভাবে রোপনকৃত ধানের জমিতে মাছের ঘের খনন চলছে।

স্থানীয় সূত্রে জানা যায় এই ঘেরটি খনন করাচ্ছেন স্থানীয় লোকমান ভূঁইয়া এবং লুৎফর ভূঁইয়া। সদ্য রোপন করা ধানের জমিতে মাছের ঘের করার জন্য যেন তারা মরিয়া হয়ে উঠেছেন।

এ বিষয়ে লোকমান ভূঁইয়া ও লুৎফর ভূঁইয়ার কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা প্রশাসনকে অবগত করেই কাজ করছি।

এ ব্যাপারে জানার জন্য ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নি।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস …

কপি না করার জন্য ধন্যবাদ।