ভেদরগঞ্জ পৌরসভায় গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শিমুল তালুকদার:

সবুজায়ন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিবেশ রক্ষায় গাছের চারা এবং যুবসমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ মোজাহেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিদ্র্য মন্ডল।

এসময় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

ভেদরগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মোজাহেরুল হক বলেন,“পৌর নাগরিকদের সচেতন ও অংশগ্রহণমূলক সমাজ গঠনে আমরা সব সময় কাজ করছি। গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষা এবং ক্রীড়া সামগ্রী দিয়ে যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে পরিচালনা করা হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিদ্র্য মন্ডল। তিনি বলেন,“পরিবেশ সুরক্ষা ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সবুজায়নের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ লাগালে পরিবেশ বাঁচবে, আর খেলাধুলা করলে শরীর ও মন থাকবে সুস্থ। এমন আয়োজনের জন্য আমি পৌরসভাকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সোবহান মুন্সি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ আহমেদ সেলিম, ভেদরগঞ্জ পৌর (অতিরিক্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, ভেদরগঞ্জ উপজেলা জামায়াতে আমির মো. মনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহবায় মো. মিথুন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরের সখিপুরে ডোবা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে …

কপি না করার জন্য ধন্যবাদ।