শরীয়তপুরে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আশ্রাফ আলী দর্জী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় তার স্ত্রী রেনুজা বেগম।

শনিবার (২৮ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশ্রাফ আলী দর্জী গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের গরিবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আশ্রাফ আলী দর্জীকে কুকুরে কামড় দিয়েছিলো। শনিবার দুপুরে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে তিনি তার স্ত্রী রেনুজা বেগম ও মেয়ে স্বপ্নাকে নিয়ে ভ্যানযোগে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা হয়। পথিমধ্যে পূর্ব ডামুড্যা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশ্রাফ আলী তার স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে আশ্রাফ আলী দর্জীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এছাড়াও গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী রেনুজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। তার স্ত্রীও গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরের সখিপুরে ডোবা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে …

কপি না করার জন্য ধন্যবাদ।