আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সেই ডিসির বিষয়ে তদন্ত কমিটি

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিষয়ে এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর শৃঙ্খলা পরিপন্থী আচরণের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার তাঁকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।

এদিকে, ওএসডি হওয়া ডিসি আশরাফ উদ্দিন রোববার (২২ জুন) সকালে দায়িত্ব হস্তান্তর করেছেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক মো. ওয়াহিদ হোসেনকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক করা হয়েছে।

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন বলেন, ‘সাবেক জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জেলা প্রশাসকের কার্যালয় কিংবা তাঁর বাংলোয় আসেননি। শরীয়তপুরের অন্য একটি স্থানে এসে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন।’

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আশ্রাফ আলী দর্জী (৭০) …

কপি না করার জন্য ধন্যবাদ।