শরীয়তপুরে বাল্কহেডের ধাক্কায় দ্বিতীয় দফায় ভাঙলো নির্মাণাধীন ফুট বেইলি সেতু

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুরের নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় পুরোটাই নদীতে ভেঙে পড়েছে।

সোমবার (২৩ জুন) সকালে নড়িয়া উপজেলার বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।

এর আগে গত বছরের ২ অক্টোবর ওই ফুট ওভারব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে ব্রিজের অর্ধেক অংশ। এলজিইডি ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি অপসারণ না করায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, বাল্কহেডটি সকাল সাড়ে ৬টার দিকে নড়িয়া পদ্মা নদী থেকে কীর্তিনাশা হয়ে শরীয়তপুর সদর যাওয়ার পথে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট ওভারব্রিজের পিলারে ধাক্কা লাগে। এসময় দাঁড়িয়ে থাকা ওভারব্রিজের বাকি অংশটুকু বাল্কহেডের ওপর ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায়।

দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণ কাজের সুবিধার জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপাড়ের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে জনসাধারণের হাঁটাচলার জন্য নদীর ওপর একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিল।

জেলা এলজিইডি সূত্রে জানা যায়, ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে গত বছরের মে মাসে ১০০ মিটার একটি ফুট ওভারব্রিজের কাজ শুরু হলেও শেষ করতে পারেনি এলজিইডি। ফুট ওভারব্রিজের দক্ষিণ পাশে নড়িয়া-জাজিরা সড়কের দীর্ঘদিন ধরে ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর কাজ চলমান রয়েছে। তাই নদীতে পারাপারের জন্য চারটি ট্রলার দিয়ে মানুষ চলাচল করছে। এতে দুর্ভোগ হওয়ায় মানুষের হেটে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজটি করা হচ্ছিল।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আশ্রাফ আলী দর্জী (৭০) …

কপি না করার জন্য ধন্যবাদ।