শিমুল তালুকদার:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ জুন) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন পোদ্দার, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী , সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও মসজিদের ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ মাদকের ভয়াবহতা, অবৈধ ট্রলি ও কৃষি জমির মাটিকাটা বন্ধ এবং চুরি নিয়ে আলোচনা করা হয়।
Facebook Comments