ভেদরগঞ্জে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আশিকুর রহমান হৃদয়:

বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটির (সিএসএস) স্থাপিত স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে শরীয়তপুরের ভেদরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 ৩১ মে শনিবার সকালে সিএসএস মাইক্রোফাইন্যান্স গোপালগঞ্জ জোনের আয়োজনে ভেদরগঞ্জ উপজেলার সিএসএস ভেদরগঞ্জ ব্রাঞ্চ কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সিএসএস শরীয়তপুর আঞ্চলিক ব্যবস্থাপক নরহরি হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।

নড়িয়া হাসপাতালের চিকিৎসক ডা. বিকাশ কুমার ঘোষ এর তত্ত্বাবধানে দেড় শতাধিক দরিদ্র রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ সময় প্যাসিফিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান, সমাজ সেবক গোলাম মোস্তফা, ভেদরগঞ্জ সিএসএস এর ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দে, ব্রাঞ্চ একাউন্টেন্ট তাপস কুমার পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা আঞ্চলিক ব্যবস্থাপক নরহরি হালদার বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমরা এ ধরণের সেবা কার্যক্রম চালিয়ে যাবো।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জে ইয়াসিন হত্যার বিচারের দাবিতে উপজেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদ্রাসা ছাত্র ইয়াসিনের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভেদরগঞ্জ …

কপি না করার জন্য ধন্যবাদ।