শরীয়তপুরে জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্বোধন করা হয়।

২৫ মে রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার জেলা প্রশাসনের চত্তরে গিয়ে শেষ হয়।

শরীয়তপুরে তিন দিনব্যাপি ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্ধোধন হয়েছে।

জেলা প্রশাসকের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মেলা হয়। মেলার শুরুতেই অতিথিরা বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন  পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদ হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, অনলাইনভিত্তিক ভূমি সেবা বাংলাদেশে এখনো নতুন একটি বিষয়। এ বিষয়ে জনগণের সচেতনতা তুলনামূলকভাবে কম। তাই স্বল্প সময়ের মধ্যে জনসাধারণকে অনলাইন ভূমি সেবা সম্পর্কে অবহিত করতে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জে ইয়াসিন হত্যার বিচারের দাবিতে উপজেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদ্রাসা ছাত্র ইয়াসিনের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভেদরগঞ্জ …

কপি না করার জন্য ধন্যবাদ।