শিমুল তালুকদার:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো শরীয়তপুরের ভেদরগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ভূমি অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিসের মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল ও সভাপতি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আলম তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরদার সহ পৌরসভা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, অনলাইনভিত্তিক ভূমি সেবা বাংলাদেশে এখনো নতুন একটি বিষয়। এ বিষয়ে জনগণের সচেতনতা তুলনামূলকভাবে কম। তাই স্বল্প সময়ের মধ্যে জনসাধারণকে অনলাইন ভূমি সেবা সম্পর্কে অবহিত করতে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হবে।
আজ থেকে শুরু হওয়া ভূমি মেলা চলবে আরও তিন দিনব্যাপী।
Facebook Comments