নিজস্ব প্রতিনিধি// পহেলা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) সোমবার বেলা ১১ টায় শরীয়তপুর জেলাভিত্তিক সংগঠন শরীয়তপুর পোর্টালের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ভেদরগঞ্জ পৌরসভার ০২ নং ওয়ার্ডে অবস্থিত শরীয়তপুর পোর্টালের অফিসে কেক কেটে অনুষ্ঠানের সুচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের শরীয়তপুর পত্রিকা সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন বাবু সিকদার, শরীয়তপুর পোর্টালের উদ্যোক্তা পরিষদের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক আবু ছায়েম খান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ।
১৩ বর্ষপুর্তির প্রতিপাদ্য বিষয় ছিল “২০২৫- শরীয়তপুর পোর্টালের চোখে ভিন্ন শরীয়তপুর। সংগঠনের সমন্বয়কারী সুলতান মাহমুদ সোহাগ ২০২৫ সালে গৃহিত শরীয়তপুর পোর্টালের নতুন কিছু উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন ।
পরিকল্পনাধীন উদ্যোগগুলো হলো শরীয়তপুর পোর্টালের অনলাইন তথ্য পোর্টালে জেলার চিকিৎসক পরিচিতি, বিভিন্ন সময়ের চিকিৎসকদের তথ্য. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তথ্য, জেলার বিভিন্ন অনুষ্ঠানের আপডেট ও আর্কাইভ, ক্রীড়া সংগঠনের টুর্ণামেন্টের ইভেন্ট আপডেট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফার প্রকাশ করা হবে। জেলার যে সকল সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করে তাদেরকে পরীক্ষা বিষয়ে প্রযুক্তিগত ও প্রচার বিষয়ে সেবা প্রদান করা হবে। এখন থেকে তারা তাদের পরীক্ষার ফর্ম পুরণ, রেজাল্ট প্রকাশ, পরীক্ষা সমসুচী ইত্যাদি বিষয়ে এ সংগঠন থেকে বিশেষ সহায়তা নিতে পারবেন। রক্তদাতা সংগঠনগুলো তাদের কার্যক্রমের প্রচার, রক্তদাতাদের ডাটাবেস তৈরী সহ বিভিন্ন বিষয়ে শরীয়তপুর পোর্টাল এর বিভিন্নমুখী সহায়তা নিতে পারবেন। এ সংগঠনের বর্তমান ও ভবিষ্যত কার্যক্রমে জেলার যে কেউ স্বেচ্ছাসেবী ভিত্তিতে শরীয়তপুর পোর্টাল এর সাথে সংযুক্ত হতে পারবেন।
শরীয়তপুর জেলার বহুমাত্রিক উদ্দেশ্যে কে সামনে রেখে ২০১২ সালের এই দিনে প্রতিষ্ঠিত শরীয়তপুর পোর্টাল হয়। সংগঠনটি জেলার ইতিহাস-ঐতিহ্য, স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী, পরিবহন-যোগাযোগ, সংগঠন, সংস্থা, কেনাকাটা ও অন্যান্য প্রতিষ্ঠান সহ শরীয়তপুর জেলার পরিচিতি ও যোগাযোগ তথ্য শরীয়তপুরপোর্টাল,ইনফো ওয়েবপোর্টালে প্রকাশ করার মাধ্যমে অনলাইনে তুলে ধরে থাকে।
শরীয়তপুর পোর্টাল ২০২৪ সালে যুগপুর্তি উপলক্ষ্যে পাচঁ হাজার কাগজে ছাপানো ফরমে শরীয়তপুর জেলার পরিচিতি ও যোগাযোগ তথ্য সংগ্রহ, হালনাগাদ ও যাচাইয়ের পরিকল্পনা গ্রহণ করে উদ্যোগটি বর্তমানে চলমান রেখেছে
শরীয়তপুর পোর্টালের ওয়েবপেজ থেকে শরীয়তপুর জেলার পরিচিতি জানার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবি/প্রতিষ্ঠানের সাথে সরাসরি ফোন করা, ইমেইল করা, ফেসবুক পেজে মেসেজ করা ও তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

Facebook Comments