শরীয়তপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার অনুষ্ঠান

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর শাখা।

১৭ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় চৌরঙ্গীস্থ জেলা জামায়াতের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত ৭০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও: আবদুর রব হাশেমী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা  বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশারফ হোসেন মাসুদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাও: মাসুদুর রহমান।

এছাড়াও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মো: শাহজালাল চৌধুরীসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে ‘ফ্যান্টাস্টিক কিংডম’-এ ঈদের আমেজ, পর্যটকদের উপচে পড়া ভিড়

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত বিনোদন কেন্দ্র ‘ফ্যান্টাস্টিক কিংডম’ ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর …

কপি না করার জন্য ধন্যবাদ।