আজকের শরীয়তপুর প্রতিবেদক:
মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ কারণে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
চরধীপুর এলাকা থেকে আসা নারী ওয়ার্ডে ভর্তি লাবনি আক্তার বলেন, ‘আমি তিন দিন আগে পেট ব্যথা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হই। কিন্ত আমার ওয়ার্ডে ঠিকমতো ডাক্তার আসেনি। এছাড়া বেশিরভাগ ওষুধ বাহির থেকে কিনেছি।’
কুচাইপট্রি এলাকা থেকে আসা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আবু সাইদ বলেন, ‘ডায়রিয়া হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্ত এই হাসপাতালে ডাক্তার নেই বললেই চলে। এভাবে হাসপাতাল টিকে কীভাবে জানি না।’
হাসপাতালের ক্যাশিয়ার জামাল হোসেন বলেন, ‘আমাদের হাসপাতালে দুইজন চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান স্যার রোগী দেখেছেন। আর মেডিকেল অফিসার আফজাল হোসেন স্যার নাইট করায় আজ আসতে পারেনি।’
এসব বিষয়ে শরীয়তপুরের সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান বলেন, ‘অধিকাংশ চিকিৎসক বিভিন্ন জেলা ও উপজেলায় সংযুক্ত রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’
Facebook Comments