ভেদরগঞ্জে চরভয়রা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের জমজমাট কোচিং বাণিজ্য

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভয়রা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্য ও প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে ।

অভিভাবক ও শিক্ষার্থীরা কোচিং বাণিজ্যে যুক্ত চরভয়রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়ছেন; যা পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে এবং এ ব্যয় মেটাতে অভিভাবকরা হিমশিম খাচ্ছেন। 

চরভয়রা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক মুসা কালিমুল্লাহ’র পরিচালনায় ডিএমখালি বাজার সংলগ্ন একটি বাসা ভাড়া করে এ কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছেন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, আক্তার হোসেন, তন্ময় রায় ও খন্ডকালিন শিক্ষক জাহিদুল ইসলাম সোহান।   

২০১২ সালে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালায় এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তার এমপিও স্থগিত, বাতিল, বেতনভাতা স্থগিত, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত, বেতন একধাপ অবনমিতকরণ, সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ থাকলেও অভিযুক্ত শিক্ষকরা সেই নীতিমালা তোয়াক্কা না করে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সম্পর্কে স্কুলের এক অভিভাবক জানান, তাদের কাছে প্রাইভেট না পড়লে ফেল করানোর ভয় ভীতি দেখায়। আর্থিক সংকট থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়েই আমাদের সন্তানদেরকে কোচিং এ পাঠাতে হয়। আমরা এ কোচিং বাণিজ্য থেকে মুক্তি পেতে বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

চরভয়রা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক মুসা কালিমুল্লাহ বলেন, শিক্ষার্থীরা যাতে অল্প খরচে লেখাপড়া করতে পারে তার জন্য আমি এই কোচিং সেন্টারের উদ্যোগ নিয়েছি। এখানে অনেক দরিদ্র শিক্ষার্থী  আছে যাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেওয়া হয় না। বিগত ৫ বছর ধরে আমার কোচিং সেন্টার বন্ধ ছিল। 

চরভয়রা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মুঠোফোনে আজকের শরীয়তপুরকে বলেন, বিধি মোতাবেক এমপিওভুক্ত কোনো শিক্ষক প্রাইভেট কোচিং এর সাথে জড়িত থাকতে পারে না। আমরা এ ব্যাপারে একটি রেগুলেশন করেছি। আমি আশা করি সকল শিক্ষকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রাইভেট কোচিং বাণিজ্য থেকে নিজেকে বিরত রাখবেন।

চরভয়রা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেনজির আহমেদ বলেন, নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক প্রাইভেট কোচিং এর সাথে জড়িত থাকতে পারে না। যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দুজন চিকিৎসকে চলছে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স

আজকের শরীয়তপুর প্রতিবেদক: মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ কারণে …

কপি না করার জন্য ধন্যবাদ।