আজকের শরীয়তপুর প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগামী সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শরীয়তপুর সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি জাজিরা, ভেদরগঞ্জ, সখিপুর ও নড়িয়া উপজেলায় পথসভা করবেন।
সকাল বেলায় পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্টে মোটর শোভাযাত্রার মাধ্যমে আমীরে জামায়াতকে শরীয়তপুরে স্বাগত জানানো হবে। এরপর তিনি জাজিরার শামসুল উলুম কামিল মাদ্রাসায় একটি পথসভায় অংশ নেবেন। পরবর্তী সময়ে সকাল ১০টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন কোরআন ভাস্কর্য চত্বরে পথসভা করবেন এবং শহীদ বেলাল হোসেনের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন।
বেলা ১১টায় তিনি সখিপুর ইসলামিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আরেকটি পথসভায় বক্তব্য রাখবেন। এরপর শরীয়তপুর-২ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ডা. মাহমুদ বকাউলের বাসভবনে অবস্থান করবেন। বিকাল সাড়ে ৩টায় নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ পথসভা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে সূত্র জানিয়েছে।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে জেলার ছয়টি উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তার সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
Facebook Comments