রায়েজুল আলমঃ ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পূর্ব ডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামে কাজ শেষে অফিসে ফেরার পথে বজ্রপাতে ওই দুই কর্মকর্তার মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের ডামুড্যা পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের এজিএম মো: সাইফুল হক খান (৪৫) এবং সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ: মোস্তাাফিজুর রহমান (৫০)। মৃত সাইফুল হক খানের বারী কুষ্টিয়া সদর উপজেলার এবং মোস্তাফিজুর রহমানের বাড়ী যশোর জেলার ঝিকরগাছায়। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুত সমিতি, ডামুড্যা থানা ও স্থানীয় সুত্রে জানা গেছে, শরীয়তপুরের ডামুড্যা পল্লী বিদ্যুত সমিতি জোনাল অফিসের এজিএম মো: সাইফুল হক খান এবং সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ: মোস্তাাফিজুর রহমান বিদ্যুতের মেরামত কাজের পরিদর্শনে ডামুড্যা উপজেলা পূর্ব ডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামে যান। কাজ শেষে অফিসে ফেরার পথে প্রচন্ড বৃস্টি শুরু হয়। পরে তারা একই গ্রামের মাহবুব বেপারীর বাড়ীর নিকট মোটর সাইকেল থামিয়ে পাশেই আশ্রয় নিতে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। ডামুড্যা থানা পুলিশ ও পল্লী বিদ্যুতের অন্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেণ।
ডামুড্যা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরজয়ালু এলাকায় বিদ্যুতের পুরনো খুঁটি সরিয়ে নতুন খুঁটি স্থাপনের কাজ চলছিল। আজ সোমবার দুপুরে সেই কাজ পরিদর্শনে যান সাইফুল ও মোস্তাফিজুর রহমান। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মোঃ জুলফিকার রহমান বলেন, সাইফুল হক খান ও মোস্তাাফিজুর রহমান বিদ্যুতের মেরামত কাজের পরিদর্শনে যান। কাজ শেষে তারা অফিসে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে দু’জনই মৃত্যু বরন করেন।
Facebook Comments