আশিকুর রহমান হৃদয়:
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী সাংবাদিকদের নিয়ে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বীরশ্রেষ্ঠ শহিদ আব্দুর রউফ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তারুণ্য উৎসব অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে দুইটি ভাগে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করা হয়। পরে তাদের মধ্য থেকে আরেকটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান, বাংলাদেশ সংবাদ সংস্থার শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান, আর টিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক হুংকার এর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব, আজকের শরীয়তপুর পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক টি. এম. গোলাম মোস্তফা, চ্যানেল ২৪ প্রতিনিধি নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইসরাফিল সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Facebook Comments