শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আশিকুর রহমান হৃদয়:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত কাউসার।

এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট ডিএম সিদ্দিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মিডিয়া সম্পাদক জুবায়ের আহমেদ। জেলা সেক্রেটারি কামরুজ্জামান কাওসার, অফিস সম্পাদক মেহেদী নিরব ।

সভায় শিবির সভাপতি সাখাওয়াত কাউসার বলেন, “হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। ছাত্রশিবির শুরু থেকেই আগামীর সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতের বাংলাদেশ হবে সৎ ও মেধাবী নেতৃত্বের বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “আমাদের মাঝে কোনো হতাশা বা ভীতি নেই। বরং নির্দিষ্ট লক্ষ্য ও গন্তব্যের প্রতি আমরা আত্মবিশ্বাসী। দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ছাত্রশিবির সবসময় অবিচল ও নিবেদিত প্রাণ। মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস আমাদের মূল শক্তি, আর পবিত্র কুরআন আমাদের পথচলার পাথেয়।”

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে শরীয়তপুর জেলা শাখাও এই আয়োজন সম্পন্ন করেছে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দুজন চিকিৎসকে চলছে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স

আজকের শরীয়তপুর প্রতিবেদক: মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ কারণে …

কপি না করার জন্য ধন্যবাদ।