ভেদরগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ, দুদকের অভিযান

আশিকুর রহমান হৃদয়:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৭ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানান, ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আ: ছোবহান মুন্সী’র বিরুদ্ধে কয়েকটি প্রকল্পের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। পরে সোমবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পায় দুদক।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কার, মেইনটেনেন্স, বদলি বাণিজ্য, ওয়াস ব্লক নির্মাণ না করেই ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও শ্লিপের লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শিক্ষা অফিসারের বিরুদ্ধে। 

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আমরা বেশ কিছু অসংগতি পেয়েছি। আমরা সকল অভিযোগের ব্যাপারে তদন্ত করছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দৈনিক গনমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী …

কপি না করার জন্য ধন্যবাদ।