শরীয়তপুর জেলা প্রশাসকের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শরীয়তপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ শরীফ-উজ-জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন।

ক্রীড়া সংগঠক সোহাগ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক দুলাল খান, আব্দুস সামাদ বেপারী, সাইফুর রহমান রাজ্জাক, খলিলুর রহমান খান ও আমিনুর রহমান আমান প্রমূখ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দৈনিক গনমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী …

কপি না করার জন্য ধন্যবাদ।