আজকের শরীয়তপুর প্রতিবেদক:
তারুণ্যের উৎসব উপলক্ষে ১৫ বছর পরে শরীয়তপুর পৌরসভার খাল দখল ও দূষণ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
২১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ খাল উদ্ধার অভিযান শুরু করেছেন তারা।
গত ১৫ বছর ধরে শরীয়তপুর পৌরসভার খাল দখলের উৎসব চলছিল। প্রভাবশালীরা খাল দখল করে বড় বড় স্থাপনা নির্মাণ করায় অস্তিত্ব সংকটে পড়েছে পৌরসভার খালগুলো। একই সাথে খালগুলোতে পানি প্রবাহ বন্ধ থাকায় মশা-মাছির উৎপাত বেড়ে গেছে।
এতে নানা প্রকার রোগ জীবাণু ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। অভিযানে স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও অংশ গ্রহণ করেছেন। ভেঙ্গে ফেলা হচ্ছে খালের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। শরীয়তপুর পৌরসভার মাঝ দিয়ে বয়ে যাওয়া রাজগঞ্জ ব্রিজ থেকে পাকারমাথা ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালটি বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই পৌরসভায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে খল দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করায় স্বস্তি ফিরেছে পৌরবাসীর মধ্যে।
শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রভাবশালীদের যে কোন বাধা উপেক্ষা করে পর্যায়ক্রমে খালগুলো দখলমুক্ত করা হবে। আগামী ১০দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments