শরীয়তপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে পৌরসভার খাল দখল ও দূষণ মুক্তকরণে জেলা প্রশাসনের অভিযান

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

তারুণ্যের উৎসব উপলক্ষে ১৫ বছর পরে শরীয়তপুর পৌরসভার খাল দখল ও দূষণ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।

২১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই  স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ খাল উদ্ধার অভিযান শুরু করেছেন তারা।

গত ১৫ বছর ধরে শরীয়তপুর পৌরসভার খাল দখলের উৎসব চলছিল। প্রভাবশালীরা খাল দখল করে বড় বড় স্থাপনা নির্মাণ করায় অস্তিত্ব সংকটে পড়েছে পৌরসভার খালগুলো। একই সাথে খালগুলোতে পানি প্রবাহ বন্ধ থাকায় মশা-মাছির উৎপাত বেড়ে গেছে।

এতে নানা প্রকার রোগ জীবাণু ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী। অভিযানে স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও অংশ গ্রহণ করেছেন। ভেঙ্গে ফেলা হচ্ছে খালের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। শরীয়তপুর পৌরসভার মাঝ দিয়ে বয়ে যাওয়া রাজগঞ্জ ব্রিজ থেকে পাকারমাথা ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালটি বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই পৌরসভায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে খল দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করায় স্বস্তি ফিরেছে পৌরবাসীর মধ্যে।

এ সময় উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম সেবা), পৌর প্রশাসক পিংকি সাহা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, পৌরসভার সচিব এনামূল হক, বৈষম্যবিরোধী ছাত্র নেতারাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।

শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রভাবশালীদের যে কোন বাধা উপেক্ষা করে পর্যায়ক্রমে খালগুলো দখলমুক্ত করা হবে। আগামী ১০দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দৈনিক গনমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী …

কপি না করার জন্য ধন্যবাদ।