আজকের শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মৎস্য ইলিশ প্রকল্প অভয়াশ্রমের পাহারাদারদের বিরুদ্ধে ঘুষ নিয়ে কারেন্ট জাল ও মশারি জাল ব্যবহারের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে।
মৎস্য ইলিশ প্রকল্পের অভয়াশ্রমের দায়িত্বে নিয়োজিত পাহারাদারদের মধ্যে উত্তর তারাবুনিয়ার ০৫নং ওয়ার্ডের সেকান্দার সরকার, দক্ষিণ তারাবুনিয়ার ০২নং ওয়ার্ডের বন্দুকছি বাজারের কবির বেপারী ও কাছিকাটার মোস্তফা মিজি’র বিরুদ্ধে ২৯ ডিসেম্বর ২০২৪ বিভিন্ন ইউনিয়নের জেলেদের কাছ থেকে টাকা নিয়ে কারেন্ট জাল ও মশারি জাল দিয়ে নদীতে মাছ ধরার জন্য সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে।
জেলেদের নেতা শাহজালাল ফকিররের মাধ্যমে জেলেদের কাছ থেকে জনপ্রতি ৭০০০ টাকা দাবী করে অগ্রীম বাবদ প্রতি জেলের কাছ থেকে ৪০০০ টাকা উত্তোলন করা হয়।
সেকান্দার সরকারের কাছে মৎস্য প্রকল্প অভয়াশ্রমের নামে জেলেদের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানান।
এছাড়াও কবির বেপারীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য করা হয়েছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের ভুক্তভোগী মশারি জেলে আক্তার প্রধানিয়া বলেন, কারেন্ট জাল ও মশারি জাল দিয়ে নদীতে মাছ ধরার জন্য সেকান্দার সরকার, কবির বেপারী ও মোস্তফা মিজি জেলেদের কাছ থেকে জনপ্রতি ৪০০০ টাকা নেয়।
নদীতে কারেন্ট জাল ও মশারি জাল দিয়ে জাটকা মাছ ধরার সুযোগ সুবিধা দেওয়া ও ধরপাকর না করার জন্য শাহ আলম ফকির, রহমান সরদার, খবির প্রধানিয়া, রহিম প্রধানিয়া, ইব্রাহিম মোল্লা ও ফারুক মোল্লার কাছ থেকে ঘুষ বানিজ্যের টাকা হাতিয়ে নেন তারা।
এছাড়াও দক্ষিণ তারাবুনিয়ায় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, দক্ষিণ তারাবুনিয়ার কবির বেপারী দশ জেলের কাছ থেকে চল্লিশ হাজার টাকা ঘুষ নেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল বলেন, মৎস্য ইলিশ প্রকল্প অভয়াশ্রমের নামে কেউ যদি কোনো দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল হাসান বলেন, মৎস্য ইলিশ প্রকল্প অভয়াশ্রমে অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে তদন্ত কমিটি গঠন করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, মৎস্য অফিসের নামে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেওয়ার জন্য পরামর্শ দেন।
Facebook Comments