নড়িয়ায় আবাদি জমিতে পুকুর খনন, গুনতে হলো জরিমানা

আশিকুর রহমান হৃদয়ঃ

শরীয়তপুরের নাড়িয়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে নাহিদ হাসান (২৬) নামে এক ভেকু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এ জরিমানা করেন।

নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ জানান, নড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছে প্রায়ই এমন খবর আসে। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পূর্ব আচুরা গ্রামের বিলে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে নাহিদ হাসান (২৬) নামে এক ভেকু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দুজন চিকিৎসকে চলছে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স

আজকের শরীয়তপুর প্রতিবেদক: মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ কারণে …

কপি না করার জন্য ধন্যবাদ।