মো: রায়েজুল আলমঃ
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শরীয়তপুরের ভেদরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার বাদ জুমা উপজেলা পরিষদের কুরআন চত্বরের সামনের মহাসড়কে ওলামা মাশায়েখ, তাবলীগের সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
এ সময় ভেদরগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি আবু জাফর মোঃ সালেহ্ , সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি উসমান হাকিম,সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মুজাম্মেল হক সাদী, উপজেলা মসজিদের খতিব মাওলানা মুফতি ইদ্রিস নোমানী, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা মুফতি মাহাদী হাসান, ভেদরগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কাউসার মাহমুদ, উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা মুফতি মো: নোমান, উপজেলা ওলামা পরিষদের কোষাদক্ষ্য মাওলানা মুফতি নোমান সিদ্দিকী,হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান,আরিফুজ্জামান হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মসজিদের ইমাম, মুয়াজ্বিন ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।
বক্তারা ইজতেমায় হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এছাড়াও সাধারণ মুসল্লী,ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। তাই হামলাকরীদের দ্রুত গ্রেফতার করে সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিন করে উপজেলার সামনে এসে শেষ করে ।
Facebook Comments