জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: রায়েজুল আলম //

শরীয়তপুর জেলার জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে থানার ইন্সপেকশন বাংলোর দ্বিতীয় তলার একটি কক্ষের জানালার সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে যে কোন সময় মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ। ওসি আল আমিন ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মূলাদি থানায়।

এই খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো: নজরুল ইসলাম তাৎক্ষনিক অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবিরী রায়সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। আলামতসহ সুরতহালের জন্য সিআইডির ফরেনসিক টীম উপস্থিত হয়ে কার্যক্রম শেষে ময়তনা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আ: ছালাম জানান, আজ বৃহস্পতিবার বেলা ১টার সময় জাজিরা থানার নতুন ভবনের ২য় তলায় ইন্সপেকশন বাংলো (পদ্মা) রুমের মধ্যে ওসি আল-আমিন বিপি-৮১০৮১২৩৯৯৫ এর লাস জানালার গ্রিলের সাথে গামছায় ঝুলে থাকতে দেখা যায়। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো এই ঘটনা ঘটেছে। তিনি বেলা ১১টা ১মিনিটে কনস্টেবল আজিজুল হক (৪০২) মোবাইল ফোনে অফিসের কাগজপত্র স্বাক্ষরের জন্য ওসিকে ফোন করলে তিনি জানান যে তার একটু দেরি হবে। এরপর সে অফিস কক্ষে না আসায় ইম থানার দ্বিতীয় তলার রুমে গিয়ে রুমের দরজা ভিড়ানো অবস্থায় দেখতে পাই। দরজা ধাক্কা দিয়ে ঢুকলে রুমের উত্তর পাশে জানালার গ্রিলের সাথে তাকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানার সকলকে জানাই। সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

পুলিশ সুপার মো: নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত জাজিরা থানায় উপস্থিত হয়। সিআইডির ফরেনসিক টীম সুরতহাল ও আলামত সংগ্রহ শেষে ময়না দতন্তের জন্য প্রেরণ করা হবে। এখনো পর্যন্ত আমরা মৃত্যুর কারন জানতে পারিনি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারন জানা যাবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দৈনিক গনমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী …

কপি না করার জন্য ধন্যবাদ।