ভেদরগঞ্জে ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা

আশিকুর রহমান হৃদয়//

পরিবেশের ছাড়পত্র না থাকায় শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেরাচাক্কি এলাকার মেসার্স আর.বি.এম ব্রিক ফিল্ড নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।

এ সময় পরিবেশ অধিদফতর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আমির হোসেন, সখিপুর থানা পুলিশ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স আর.বি.এম ব্রিক ফিল্ড নামের এই ইটভাটার পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই পরিচালনা করেছিলো। পরে সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশসহ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ওই ইটভাটার মালিক শাহাদাৎ হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন,পরিবেশের ছাড়পত্র না থাকায় ওই ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তিনি।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দুজন চিকিৎসকে চলছে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স

আজকের শরীয়তপুর প্রতিবেদক: মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ কারণে …

কপি না করার জন্য ধন্যবাদ।