আজকের শরীয়তপুর প্রতিবেদক:
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রেন্ডস শর্ট পিচ (ডে-নাইট) টুর্ণামেন্ট-২৪ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
১৬ ডিসেম্বর সোমবার অত্র এলাকার ভাই-ব্রাদার এর আয়োজনে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার মোড় সংলগ্ন মাদরাসা মাঠ প্রাঙ্গণে ফ্রেন্ডস শর্ট পিচ (ডে-নাইট) টুর্ণামেন্ট-২৪ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের ইচ্ছুকদের ভেদরগঞ্জ উপজেলা তিন রাস্তা মোড় সংলগ্ন রংতুলি প্রিন্টিং প্রেস থেকে ফরম পাওয়া যাবে এবং ১০ ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে ফরম জমা দিতে হবে। এন্ট্রি ফি হিসেবে ২০০২ টাকা ধার্য করা হয়েছে।
ফ্রেন্ডস শর্ট পিচ (ডে-নাইট) টুর্ণামেন্ট-২৪ এর পুরস্কার হিসেবে থাকছে ১ম পুরস্কার ৩২” ইঞ্চি এল ই ডি টিভি, ২য় পুরস্কার ২৪” ইঞ্চি এল ই ডি টিভি ও ৩য় পুরস্কার বিশেষ আকর্ষণীয় হিসেবে থাকছে সেরা ফিল্ডিং, চ্যাম্পিয়ন ট্রফি, সেরা সু-শৃঙ্খল দল, ম্যান অব দ্যা ম্যাচ, সেরা বোলার পুরস্কার, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান পুরস্কার।
ফ্রেন্ডস শর্ট পিচ (ডে-নাইট) টুর্ণামেন্ট-২৪ এর সার্বিক তত্বাবধায়নে রয়েছে পল্টন তালুকদার, পপু তালুকদার, নিলু তালুকদার, মামুন তালুকদার, আসাদুল তালুকদার, মিঠু, তালুকদার ও মো: নজরু ইসলাম হাওলাদার।
খেলা প্রেমী সহ সকল শ্রেণি পেশার লোকজনদের উক্ত অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
Facebook Comments