জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা’র বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদ

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে বিক্রীত সম্পত্তি দলিল না করে দেওয়ার প্রতিবাদে ফরজ আলী’র সংবাদ সম্মেলনটি মিথ্যা, ভিত্তিহীন,উদ্দেশ্য প্রণোনিত ও বানোয়াট বলে লিখিত প্রতিবাদ জানিয়েছেন মোঃ নূর হোসেন।

২৭ নভেম্বর অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ও সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার অনলাইন ভার্সনে (জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূর হোসেন বিরুদ্ধে রিকশা চালকের সংবাদ সম্মেলন) শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন,উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট বলে দাবী করেছেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূর হোসেন ।

এ সংবাদ সম্মেলন সম্পর্কে লিখিত প্রতিবাদে মোঃ নুর হোসেন জানান, রিকশা চালক ফরজ আলী ৩০বছর আগে জমি বিক্রির অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে তার নির্দিষ্ট কোন ডকুমেন্ট তার নিকট নেই । সংবাদ সম্মেলনের যে নিউজ প্রকাশিত হয়েছে তাতে জমির পরিমাণ,দাগ ও খতিয়ান নং,টাকার পরিমাণ, ক্রেতা বিক্রেতার লিখিত চুক্তিপত্র, বিক্রয়ের তারিখ কিছুই উল্লেখ নেই । এতেই প্রমাণিত হয় উক্ত অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন,উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট, কাল্পনিক।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: রায়েজুল আলম // শরীয়তপুর জেলার জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

কপি না করার জন্য ধন্যবাদ।